ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

ধানমণ্ডিতে চলছে ৩দিনব্যাপী বইমেলা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১১:৪৫, ২৪ নভেম্বর ২০১৮

রাজধানীর ধানমন্ডিতে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক বিদ্যাপীঠে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার এই বইমেলার উদ্বোধন করা হয়।

বইমেলা আগামী রোববার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বিদ্যাপীঠ প্রাঙ্গণে চলবে। মেলায় ক্রেতারা ২৫ শতাংশ ছাড়ে বই কিনতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সোহরাব হাসান, কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত, জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদ, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, সরকার কিংবা বাংলা একাডেমির উদ্যোগে বৃহত্তর বইমেলার পাশাপাশি পাড়ায় পাড়ায় ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগে আরও বেশি বেশি ছোট আকারের বইমেলা আয়োজন করা প্রয়োজন। কারণ, এরকম ছোট বইমেলায় পাঠক দীর্ঘ সময় নিয়ে বই দেখতে পারেন, পাঠকের সঙ্গে বইয়ের একটা অন্তরঙ্গ পরিচিতি ঘটে এবং বইকেন্দ্রিক একটি সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সুযোগ তৈরি হয়।

 এমএইচ/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি